কুলাউড়ায় ৩ স্বাস্থ্যকর্মীসহ একদিনে আক্রান্ত ২৬ জন



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ২৬ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এদের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যকর্মী ৩ জন রয়েছেন। সোমবার (১২ জুলাই) রাতে তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ২৬ জনের মধ্যে কুলাউড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মী প্রসেনজিত দে, পান্না রানী দাস ও শামসুন বেগম, উত্তর কুলাউড়ার আল হেলাল, কুলাউড়া গ্রামের সেলিনা আক্তার, রিফাত আহমদ ও জহিরুল ইসলাম, হোসেনপুরের রুহেলা বেগম, জাবদার রহিমা বেগম, দেখিয়ারপুরের আব্দুল কাইয়ুম, জয়চন্ডীর স্বপ্না রাণী দেব, গাজীপুরের সাবিত্রি রাণী, নিরলা ভটকা, সাবিত্রি ও আনাবিল, দক্ষিণ কৌলার বানী বেগম, কৃষ্ণপুরের ফয়সল আহমদ, দানাপুরের জসিম মিয়া, মনসুরের রুনা বেগম, ফরিদপুরের সাহেরা আক্তার, মনরাজের নজির খান, চাঁনপুরের সজল কুমার দেব, কৌলারশীর মাজেদা আক্তার, মাগুরার জাকারিয়া আহমদ, ইছলাছড়ার ইলোরিনা ও দারিকাসহ ২৬ জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তরা গত শনিবার (১০ জুলাই)  স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর সোমবার ২৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post