নিউজ ডেস্কঃ কুলাউড়ায় গরুসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) ভোরে ব্রাহ্মণবাজারের হিঙ্গাজিয়া এলাকা থেকে গরুসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হিঙ্গাজিয়া এলাকার মতিন মিয়ার ছেলে সাকের মিয়া (২২) এবং রুস্তম মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৩)।
সোমবার ভোরে কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ এক বিশেষ অভিযানে বের হন। অভিযান পরিচালনাকালে হঠাৎ দেখতে পান সাকের মিয়া দুটি গরু নিয়ে যাচ্ছে। সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং বুজতে পারেন সে গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছে।
এর পর রাত্রিকালীন টহলরত এসআই মাসুদ আলম ভুঁইয়াকে খবর দিলে তিনি এসে গরুসহ সাকেরকে আটক করেন। সাকেরের দেয়া তথ্যমতে অপর চোর জুনেদকে তার বাড়ির সামনে থেকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান আটককৃত ২ চোরকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।