কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতিকে ৫০ হাজার টাকা প্রদান

 



বিশেষ প্রতিনিধিঃ  আর্থিক সংকটে থাকা কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতিকে নগদ ৫০ হাজার টাকা প্রদান ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সিসি ক্যামেরা রক্ষনাবেক্ষনের দায়িত্ব গ্রহন করায় কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সহ পৌর পরিষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত লক ডাউনে দোকান পাঠ বন্ধ থাকার কারনে ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির চৌকিদারী চাদা আদায় করা সম্ভব হচ্ছেনা, কিন্তু থেমে নেই সমিতির রাত্রিকালীন পাহারা।সমিতির নির্ধারিত ৯ জন পাহারাদার কে মাসিক প্রায় ৫০ হাজার টাকা বেতন পরিশোধ করতে হয়, বর্তমান পরিস্থিতিতে সমিতি আর্থিক সংকটে থাকায় জুন মাস থেকে বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছেনা এমতাবস্থায় সার্বিক বিষয়ে অবগত করে আর্থিক সাহায্য চেয়ে পৌরসভার মেয়র বরাবরে ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলে তিনি পৌরসভার পক্ষ থেকে রাত্রিকালীন পাহারাদারদের এক মাসের বেতন বাবদ নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির এই সংকটের সময় আর্থিক সহযোগিতা করায় আমরা পৌরসভার মেয়র তথা পৌর পরিষদের কাছে ঋণী।

Post a Comment

Previous Post Next Post