নিউজ ডেস্কঃ মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বস্তরের জনতাকে ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি, কুলাউড়া উপজেলা আহ্বায়ক সরোওয়ার আলম বেলাল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র এ দিনে সবাইকে নিয়ে মিলেমিশে গরীব দু:খী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহব্বান জানাই। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা।
দেশের সর্বত্র বিচারের বানী আজ নিভৃতে কাদঁছে। আমাদের প্রত্যাশা সরকার রমজান থেকে সংযমের শিক্ষা নিয়ে আমাদের নেত্রীকে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। ঈদুল ফিতর থেকে শিক্ষা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে আসুক সম্প্রীতি ও ভালবাসা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।