স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় রাইজিং স্টার ক্লাবের আয়োজনে পৃথিমপাশা ইউনিয়ন সহ ৪টি ইউনিয়নের প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ কম্পেক্সে ক্লাবের সভাপতি লোকমান আহমেদ রিপনের সভাপতিত্বে সমকাল প্রতিদিন ক্লাবের অন্যতম সদস্য সৈয়দ আশফাক তানভিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খাদ্য সামগ্রী বিতরন করেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী বাখর খান, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিকুর, কুলাউড়া থানার পুলিশ উপ পরিদর্শক মাসুদ আলম ভুইয়া, রাইজিং স্টার ক্লাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি জাকারিয়া আলম মিন্টু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, দক্ষিন লংলার সাবেক সভাপতি ময়নুল ইসলাম মছলু, ময়নুল ইসলাম পংকি, হাসান মাহমুদ রাজু, তুহিন চৌধুরী, আব্দুন নুর প্রমুখ।