চব্বিশ পিছ ইয়াবাসহ আসামী গ্রেফতার



নিউজ ডেস্কঃ  মৌলভীবাজার জেলার সদর ৫ নং আখাইলকুড়া ইউপি পূর্ব শেওয়াইজুরি (সুমারাই) আব্দুস ছোবহানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৪ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

---  কুলাউড়ার সকল তথ্য ও নিউজ পেতে ইউটিউব চ্যনালটি সাবস্ক্রাইব করুন   

২১ মার্চ রবিবার মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের বিশেষ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য উদ্ধার কাজে সাথে ছিলেন  অফিসার এএসআই (নিঃ) রকি বড়ুয়া , এসআই (নিঃ) কাজী আরিফ আহমেদ, এএসআই (নিঃ) বাসু কান্তি দাশ, চন্দ্র শেখর মুখার্জী, রহম আলী।

আসামীর নাম  মোঃ আক্তার হোসেন(৩২), পিতাঃ বাহার মিয়া, মাতাঃ সাহেদা বেগম, সাং- পূর্ব শেওয়াইজুরি,থানা ও জেলা – মৌলভীবাজার। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইয়েছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post