মৌলভীবাজারে নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত



নিউজ ডেস্কঃ নভেল করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সদর উপজেলার বাসিন্দা বেশী।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

 ---  কুলাউড়ার সকল তথ্য ও নিউজ পেতে ইউটিউব চ্যনালটি সাবস্ক্রাইব করুন    

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রবিবার (২১ মার্চ) নতুন করে আক্রান্ত ১১ জনের মধ্যে ৫জন সদর, ৩জন শ্রীমঙ্গল ২ জন, কুলাউড়া উপজেলায় ও ১জন কোন উপজেলার সেটি জানা যায়নি। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৭০ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৯১২ জন। তবে আক্রান্তরা নিজ বাড়ীতে আইসোলেশনে আছেন বলে জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার।

মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রবিউস সানি বলেন, একদিনে ১১ জন আক্রান্ত হওয়ার ঘটনা গত ৩ মাসের মধ্যে মৌলভীবাজারে সর্বোচ্চ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

এদিকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলার ৪০টি স্থানে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কর্মসূচী পালিত হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, জেলাজুড়ে চেকপোস্ট চালু করেও সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালিত হবে।

Post a Comment

Previous Post Next Post