কুলাউড়ার সিতাব মেম্বারের জানাজা সম্পন্ন



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলাধীন কাদিপুর নিবাসী রফিকুল ইসলাম ওরফে সিতাব মেম্বারের নামাজে জানাজা বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কাদিপুরস্থ কিয়াতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

উপজেলার কাদিপুর ইউনিয়নের সাবেক মেম্বার, কুলাউড়ার প্রবীণ দলিল লেখক রফিকুল ইসলাম (সিতাব মেম্বার) বৃহস্পতিবার ভোর ৫ টায় কাদিপুরস্থ তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহী —- রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ৪ মেয়ে ও ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে তাকে শেষবারের মত দেখতে কুলাউড়ার বিভিন্ন অঞ্চল থেকে তাঁর শুভানুধ্যায়ীরা বাড়িতে যান।

Post a Comment

Previous Post Next Post