বড়লেখায় ভারতীয় অবৈধ নাসির বিড়ি জব্দ : গ্রেফতার ১



নিউজ ডেস্কঃ বড়লেখা থানা পুলিশ উপজেলার খুটাউরা বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ২‘শ বান্ডিল ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেছে। এ সময় সফর উদ্দিন ষ্টোরের স্বত্তাধিকারী মুদি ব্যবসায়ী সফর উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। অপর সহযোগী আব্দুল মান্নান পালিয়ে যায়। এব্যাপারে সফর উদ্দিন ও আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বড়লেখা থানার এস.আই আবু সাইদের নেতৃত্বে পুলিশ খুটাউরা বাজারের সফর উদ্দিন ষ্টোর নামক মুদি দোকানে তল্লাশী চালায়। তল্লাশীকালে পুলিশ দোকান থেকে ২০০ বান্ডিল ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেন। এসময় দোকান মালিক সফর উদ্দিন ও তার সহযোগী আব্দুল মান্নান পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে সফর উদ্দিনকে গ্রেফতার করলেও মান্নান পালিয়ে রক্ষা পায়। ধৃত সফর উদ্দিন উপজেলার খুটাউরা গ্রামের মৃত খকাই মিয়ার ছেলে।

বড়লেখা থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় বিড়ি উদ্ধারের ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় থানায় দু’জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার আসামী সফর উদ্দিনকে গত শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post