কুলাউড়ায় আরও ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লংঘন করায় বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এর নেতৃত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবালসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রচারণায় অতিরিক্ত সাইজের পোস্টার ব্যবহার, দেয়ালে পোস্টার ও ষ্টীকার লাগানো, বিলবোর্ড লাগানোর অপরাধে ৭ জন কাউন্সিলার প্রার্থীকে মোট ১৮ হাজার টাকা অর্থদন্ড করে জরিমানা আদায় করা হয়েছে।
যাদের বিরুদ্ধে অর্থদন্ড করা হয়েছে তারা হলেন- ৩নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মস্তফা সালেহ আহমদ ৩ হাজার টাকা ও কামাল আহমদ ৪ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জহির খান ৩ হাজার টাকা, ৯নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু ৩ হাজার টাকা, মাসুক মিয়া ৩ হাজার টাকা, ইশ্রাব আলী ১ হাজার টাকা ও সংরক্ষিত ২ নং ওয়ার্ডের প্রার্থী আনোয়ারা বেগম ১ হাজার টাকাসহ মোট ৭জন প্রার্থীকে ১৮ হাজার টাকা অর্থদন্ড করা হয়। উল্লেখ্য, এনিয়ে ৩ দিনের অভিযানে ২৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা করে মোট ৯৫ হাজার টাকা টাকা আদায় করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post