অগ্রহায়নের প্রথম দিনে নবান্ন উৎসব শুরু


বিশেষ প্রতিনিধিঃ বাঙ্গালীদের চিরায়ত ঐতিহ্যকে লালন করার পাশপাশি নতুন প্রজন্মকে এ ধারাবাহিকতার অংশ করে তুলতেই মৌলভীবাজারে পালিত হলো নবান্ন উৎসব।
সোমবার পহেলা অগ্রহায়ণ ১৬ নভেম্বর নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত ধান কাটার মাধ্যমে নবান্নের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সদর উপজেলার পূর্ব হিলারপুর গ্রামে নবান্ন উৎসবের এই আয়োজন করা হয়।
নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সামছুদ্দিন আহমদ, সদর উপজেলা কৃষি অফিসার সুব্রত কান্তি দত্ত সহ অন্যান্যরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, গত বছরের চেয়ে এবছরে আমন আবাদের লক্ষ্যমাত্রায় চেয়ে ১ হাজার ২৮০ হেক্টর বেশি চাষ হয়েছে। ২০হাজার মেট্রিকটন চাল বেশি হওয়ার আশা করা করছেন। এ বছর জেলায় এক লাখ ১ হাজার ৪৮০ হেক্টরে আমন ধানের চাষ হয়েছে। ২ লক্ষ ৯০ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Post a Comment

Previous Post Next Post