কুলাউড়ার শিশু জিসান বাঁচতে চায়


নিউজ ডেস্কঃ দেড় বছরের জিসান বাঁচতে চায়। কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রাম এর বাসিন্দা মোঃ শরাফত আলীর ছেলে জিসান আহমেদ এর হার্টের ছিদ্র ও ফুসফুসের কঠিন রোগে ভুগছে।

অসহায় দরিদ্র বাবা তার চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছেন ডাক্তার বলেছে তাকে দ্রুত উন্নত চিকিৎসা দিতে কিন্তু অসহায় বাবা টাকার অভাবে সন্তানের চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতা আহ্বান জানান।

(জিসানের বাবা) মোঃ শরাফত আলী,

বিকাশ পার্সোনাল, ০১৭২৬৯৭৫৬৩০

Post a Comment

Previous Post Next Post