রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন



 

আশরাফুল ইসলাম জুয়েল: 'প্রস্তত থাকে যদি কমপক্ষে ২জন রক্তদা, থাকবে গর্ভবর্তী মায়ের প্রানের নিশ্চিয়তা' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ  কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি রাসেল আহমদ ও সাধারণ সম্পাদক আল আমিন স্বাক্ষরিত প্যাডে (১৩ সেপ্টেম্বর) কমিটি অনুমোদন দেন।
আব্দুস সামাদ তানভীর সভাপতি, সাদিয়া আক্তারকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অনান্যাদের মধ্যে রয়েছেন সিঃ সহ সভাপতি- আবুল কালাম,জান্নাতুল ফেরদৌস সাকি, মিছবাহ উদ্দিন,মোজাম্মেল হোসেন,আল-আমিন,
সাধারন সম্পাদক-সাদিয়া আক্তার
সহ সাধারণ সম্পাদক মাহফুজ তালুকদার, আজহার মুনিম সাফিন,আহমেদ শাহজাহান
সাংগঠনিক সম্পাদক,, এলেক্স সাব্বির আহমদ,  লিমন আহমদ,,তাহমিনা মনসুরী,মেহেদী হাসান মালেক, প্রচার সম্পাদক ফারজানা আক্তার শারমিন,  সহ- প্রচার সম্পাদকঃ লোকমান মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা; রিয়া আক্তার, সদস্য , আশরাফুল ইসলাম,   রুবেল হোসাইন, তারেক হাসান,মিনহাজ হোসেন, এ হক রাজু, আতাউর রহমান।

Post a Comment

Previous Post Next Post