চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল আজিজ চৌধুরী


 

 

হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপি এম (বার) এর নির্দেশক্রমে, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান এর আহ্বানে মৃত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান চৌধুরী এর দাফন করলো কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত) রোগে বিনাপারিশ্রমিকে দাফন কাজে নিয়োজিত- মৌলভীবাজার জেলার ১ম প্রতিষ্টিত স্বেচ্চাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা টিম।
চলমান করোনায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশের সম্মুখযোদ্ধা অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মোঃ আজিজুর রহমান চৌধুরী, বিপিএম। তিনি বাংলা‌দেশ পু‌লি‌শের স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল শাখায় কর্মরত ছিলেন।
শনিবার রাত ১১ ঘটিকায় সামাজিক দূরত্ব বজায় রেখে শিংরাউলী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারটায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।

 

 

Post a Comment

Previous Post Next Post