
স্টাফ রিপোর্টারঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী (বাবু)র অকাল মৃত্যুতে তাহার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কুলাউড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌমুহনীস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবকদল কুলাউড়া উপজেলা শাখার সভাপতি সারোয়ার আলম বেলাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোহিত সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি শামীম আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক বকুল, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু, সাবেক ছাএনেতা ওহিদ বক্স মান্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তফা, পৌর যুব দলের সিঃ যুগ্ম আহবায়ক মুছা আহমেদ সুয়েট প্রমুখ। এছাড়াও বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা উপস্তিত ছিলেন।
বক্তারা এই মহামারী করোনা কালীন সময় যে সকল নেতা কর্মিরা মৃত্যু বরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ঙ্গাপন করেন। বক্তরা দেশের এই দুঃসময়ে সকলকে দেশের মানুষের জন্য কাজ করার অহবান জানান।
