জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এ তথ্য জানান।
তিনি বলেন, ২১ তারিখ তাদের নমুনা পাঠানো হলে আজ তাদের করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। এ নিয়ে এ উপজেলা মোট ৩৭ জনের করোনা পজিটিভ।
আক্রান্তদের মধ্যে কাশিনগর গ্রামের ৫ জন, কাপনা পাহাড়ের ২ জন, সাগরনাল চা বাগানের ১ জন এবং বেলাগাও গ্রামের ২ জন।
আক্রান্ত ১০ জনের বাড়ি লকডাউন করা হবে বলে জানিয়েছেন ডা. সমরজিৎ সিংহ।