এইচ ডি রুবেল: কুলাউড়া উপজেলায় করোনা কালিন সময়ে সেনাবাহিনীর উদ্দ্যেগে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) শহরস্থ কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
সিলেট সেনানিবাসের ৯১ ফিল্ড অ্যাম্বুল্যান্সের ডাঃ মেজর আহমেদ ফারুক আজিজ, ডাঃ ক্যাপ্টেন মাহিয়ান আলম বেগ, ডাঃ ক্যাপ্টেন নওশিন, সিলেট সিএমএইচ ডাঃ ক্যাপ্টেন সোমা ও সিলেট সেনানিবাসের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ক্যাপ্টেন সাজ্জাদসহ মেডিকেল টিমের সহায়তায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯৫ জন গর্ভবতী মায়েদের বিনামুল্যে করোনাকালীন সময়ে সচেতনতামুলক প্রশিক্ষন, সচেতনতামুলক লিফলেট বিতরন, ব্লাড সুগার নির্নয়, মাস্ক বিতরন, মেডিকেল চেকআপ, স্বাস্থ্য সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
উপকারভোগীদের স্বাস্থ্য সেবা দেয়ার সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারঃ) মামুনুর রহমান, ইউআরসি ইনস্ট্রাকটার আফসানা আক্তার, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার জেলার এনটিভি প্রতিনিধি এস এম উমেদ আলী, ক্যামেরা পার্সন মঞ্জু চৌধুরী, স্কাউট লিডার মোঃ সোহেল আহমদ, কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সাংবাদিক এইচডি রুবেল, এম শাহবান রশীদ চৌধুরী অনি প্রমুখ।
অধিনায়ক লেঃ কর্নেল হানিফুর রহমান ভুইয়া জানান, মূলত মুজিব বর্ষ উপলেক্ষে সেনা সদরের নির্দেশে জিওসি ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে ও ৯১ ফিল্ড এ্যাম্বুল্যান্সের আয়োজনে সিলেটের সিএমএইচ ও ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সহযোগিতায় করোনা প্রাদূর্ভাব কালিন সময়ে গর্ভবতী মায়েদের বিনামূল্য স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি মায়েদের করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারনা দেয়া হচ্ছে। অনেক মায়েরা রয়েছেন গর্ভাবস্থায় ছয় মাস অতিবাহিত হওয়ার পরও তাদের স্বাস্থ্য পরিক্ষা করা হয় নি। এমন মায়েদের স্বাস্থ্য ও ব্লাড সোগার পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে।