জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় আজ (২২)জুন নতুন করে আরো ০৩ জন (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে এ উপজেলায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ১৬ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।
সোমবার (২২ জুন) তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের নেতৃত্বে প্রশাসনের একদল দল তাদের বাড়িতে গিয়ে আইসোলেশনে রেখে আসেন।
জানা যায় আক্রান্ত ব্যক্তিরা হলেন, একজন সোনালী ব্যাংক জুড়ী শাখার ক্যাশিয়ার এবং অপর দুইজন ভূয়াই এলাকার স্বামী (৩৫) ও স্ত্রী (৩০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, আজ সোমবার সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি লকডাউন করে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।