কুলাউড়ায় চিকিৎসক সহ নতুন ২ জনের করোনা শনাক্ত


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় নতুন করে আরও ২ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ জুন) দুপুরে তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

নতুন করে আক্রান্ত ২ জনের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার ও মনসুর গ্রামের ১ জন।

কুলাউড়া উপজেলায় আক্রান্তদের মধ্যে ২১ জন সুস্থ হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে।

নতুন করে আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post