ইরানে ফের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে


অনলাইন ডেস্ক: ফের করোনায় ইরানে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। টানা দুই মাস পর দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর-রয়টার্স।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৭ জনে। আর দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪২৭ জনে পৌঁছেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক, আজ আমরা তিন সংখ্যায় অবস্থান করছি।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, ইরান সর্বশেষ ১৩ এপ্রিল শতাধিকের ওপর মৃত্যুর সংখ্যা জানিয়েছিল। সেখানে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারানোর কথা বলা হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post