না ফেরার দেশে সাবেক মেয়র কামরান


অনলাইন ডেস্কঃ করোনায় শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। আজ সোমবার ভোররাত ৩টার দিকে রাজধানীর সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত তার ছোট ভাই এনাম আহমদ। 

তিনি জানান,  ‘রোববার সন্ধ্যার দিকে বদর উদ্দিন আহমদ কামরানের হার্টে মাইল স্টোক হয়েছিল। রাত ২টার পর আবারও হার্ট অ্যাটাক হলে তিনি মারা যান।’

গত ৪ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন কামরান। ৬ জুন প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচএ নেয়া হয়। সেখান থেকে আর ফিরলেন না তিনি। তার স্ত্রী আসমা কামরানও ভাইরাসটিতে ভুগছেন। 

Post a Comment

Previous Post Next Post