কুলাউড়ায় কর্মহীনদের রাইজিং স্টার ক্লাবের ঈদ উপহার


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার পৌরসভার একমাত্র প্রাচীনতম সরকারি নিবন্ধনকৃত ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাইজিং স্টার ক্লাবের পক্ষ থেকে ২০ এপ্রিল কুলাউড়া শহরের উছলাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে রাত ১০ টায় কুলাউড়া পৌর শহরের বিভিন্ন ওর্য়াডের ৬৫ পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১০ টি পরিবারে উপহার প্রদানের পর সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এর নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে অবশিষ্ট ৫৫টি পরিবারে ক্লাবের সদস্যরা যথাযথভাবে
খাদ্য সামগ্রী পৌছে দেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহি কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ ফরহাদ আহমদ জানান করোনার মতো ভয়াবহ দূর্যোগে অধিকাংশ মানুষ আজ কর্মহীন তাই দেশে বিদেশে থাকা আমাদের সংগঠনের সদস্য সহযোগিতায় আমরা ঈদের জন্য সামান্য খাদ্য সামগ্রী বিতরণ ক‌রছি। আগামীতেও এমনি দুস্থ অসহায় মানুষের কল্যাণে আমাদের এমনি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন লাইফ মেম্বার জাকারিয়া আলম মিন্টু, আব্দুল বাছিত সোহেল , তোফায়েল আহমদ ডালিম, সহ সভাপতি আলমাছ পারভেছ তালুদার,রাহাত সারোয়ার জনি,ক্লাবের সদস্য সাংবাদিক এনামুল আলম সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবীর হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী দোহা,প্রচার সম্পাদক মোমিনুর রহমান অনিক, অর্থ সম্পাদক মোশারিয়ার আলম ছাহাব প্রমুখ।

সংগঠনের সাধারন সম্পাক জানান বিগত দিনগুলোর ন্যায় দেশে বিদেশে অবস্থানরত ক্লাবের লাইফ মেম্বার, প্রাক্তন সভাপতি সম্পাদকদের সাথে আমি যোগাযোগ করলে এ পর্যায়ে যাঁরা এ হৃদয়গ্রাহী আহবানে স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত প্রসারিত করেন - তাঁরা হচ্ছেন ক্লাবের লাইফ মেম্বার রিয়াদ আহাদ, বাপ্পি খাঁন, তুতিউর রহমান তুতি, সভপতি আতাউর রহমান চৌধুরী ছোহেল ও সাবেক ছাত্রনেতা ক্লাবের সদস্য রুবেল আহমেদসহ যারা অার্থিক সহযোগিতা করা প্রাক্তন নেতৃবৃন্দকে স্ববিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Post a Comment

Previous Post Next Post