ইন্ডিপেন্ডেন্ট টিভিতে নিয়োগ পেলেন তুহিন জুবায়ের


স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম সংবাদভিত্তিক বেসরকারী টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তুহিনুর রশিদ (তুহিন জুবায়ের)।
তিনি গত ৫ মার্চ ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মাহবুবুর রহমানের সাক্ষরিত নিয়োগ পত্র হাতে পান। পরে ৮ মার্চ টেলিভিশনের ঢাকাস্থ তেজগাঁও প্রধান কার্যালয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
উল্লেখ্য, ২০১০ সালে জুবায়ের টেলিভিশন মিডিয়ায় কাজ শুরু করেন। ইউরোপ ভিত্তিক টেলিভিশন চ্যানেল এস এর প্রযোজনা প্রতিষ্ঠান ঈশিতা টেলিমিডিয়ায় অনুষ্ঠান নির্মাতা হিসেবে কর্মরত ছিলেন।
২০১৭ সালে তিনি বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে প্রায় দেড় বছর কাজ করেন। তুহিন জেলার রাজনগরের বালিগাঁও গ্রামের বাসিন্দা। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
সংবাদ সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য যোগাযোগ করতে পারেন ০১৭১৯১৪৯৮৪৯ (তুহিন জুবায়ের) নাম্বারে।

Post a Comment

Previous Post Next Post