নিউজ ডেস্কঃ "সারা বাংলা ৯১ (এস এস সি - ৯১)" এর উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে দেশব্যাপি শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে কুলাউড়ায়ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে উপজেলার দেশ ও প্রবাসে বসবাসরত এস এস সি - ৯১ ব্যাচের বন্ধুদের সহযোগীতায় সংগ্রহকৃত এ শীতবস্ত্র বিতরণ করা হয় ।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এবং ইউরোপ প্রতিনিধি সফিক চৌধুরী রিপন, গ্রুপ এডমিন প্যানেলের সালমা জেবুন্নেছা, সোমা তাহেরা, হাসান মোহাম্মদ রাশিদুল, তৌহিদ হোসেইন মজুমদার, হেদায়েত ইসলাম, ইলিয়াছ চৌধুরী, বাকী বিল্লাহ বিকুল, আহমেদ সুমনের সহযোগীতায় এ কার্যক্রম সম্পন্ন হয়।