দেশে আসছেন চীনে আটকা পড়া শিক্ষার্থীরা


অনলাইন ডেস্কঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের উহান শহরে আটকা পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফেরত আনা হবে। প্রথম ধাপে ৪০০ শিক্ষার্থী আসবেন রবিবার (২ ফেব্রুয়ারি)। দেশে এনে তাদের মোট ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

এর আগে, চীনের উহান শহরে ভয়াবহভাবে ছড়িয়েছে করোনা ভাইরাস। এই শহরে পড়াশোনার সূত্রে আছেন কমপক্ষে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী। উহানের সাথে সমস্তা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে চীন সরকার। এমতাবস্থায়, ভাইরাস আতঙ্কে ও খাদ্যসংকটে ভূগছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা বাংলাদেশ দূতাবাসের কাছে তাদের দেশে ফিরিয়ে নেয়ার আবেদনও করেছেন।

Post a Comment

Previous Post Next Post