শীতের সকালে বৃষ্টি, বেড়েছে শীত

শীতের সকালে বৃষ্টি, বেড়েছে শীত (ফাইল ছবি)
নিউজ ডেস্কঃ সকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সঙ্গে হিমও যোগ হয়েছে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে-এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা বৃষ্টিপাত। ভোরের আলো ফোটার সাথে সাথে রাজধানীতে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণও। ফলে শুক্রবার (৩ ডিসেম্বর) বন্ধের দিন হলেও বিপাকে পড়েছেন বাইরে কাজে বের হওয়া রাজধানীর নাগরিকরা।

গত রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ আব্দুর রহমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২ থেকে ৩ জানুয়ারি হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বাড়বে শীতের তীব্রতাও। বইবে আবার শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ও রাতের তাপমাত্রা কমতে পারে। এরপর আবারও শৈতপ্রবাহ পড়বে। এতে বাড়বে শীতের তীব্রতা।

Post a Comment

Previous Post Next Post