কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় পালন


বিশেষ প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন, অহংকারের দিন, গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। দিনটিকে স্মরণ করে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 
 

বিজয় দিবস পালনে এমপি, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুলাউড়া পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কুলাউড়া সরকারি কলেজ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, প্রথম আলো বন্ধুসভা, কালের কণ্ঠ শুভসংঘ, ডেইলি বিডি মেইল, সোস্যাল কেয়ার অব নেশন, এপেক্স ক্লাব অব মৌলভীবাজার, লাল সবুজ উন্নয়ন সংঘসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্টান পৃথক পৃথকভাবে কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচী শুরু করে।
 

উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সুর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা সৌধে পুষ্পস্তবক অর্পণ, এনসি স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধূলা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এনসি স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্টানে সালাম গ্রহণ করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার এর সঞ্চালনায় সালাম গ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান।
 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন, কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো. শিমুল আলী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ করে।


বেলা ১১টায় কুলাউড়া স্বাধীনতা স্মৃতিসৌধ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূঁইয়া এর পরিচালনায় অনুষ্টিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। 





বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান, জাসদ সভাপতি মইনুল ইসলাম শামীম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, রজব আলী ও আইয়ুব আলী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা সম্পাদক নবাব আলী সজ্জাদ খান, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা কমান্ড সম্পাদক সালাহ উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মানী ভাতা প্রদান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরন করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। 

Post a Comment

Previous Post Next Post