'সরল ইতিহাস' - জোবায়দা আক্তার জবা

সরল ইতিহাস

       - জোবায়দা আক্তার জবা


ইতিহাস মসৃন নয়।
 প্রজন্মকে যে বৃত্তান্ত তুলে দিয়েছি তা বন্ধুর।

আমি নিজেও অবগত নই
কেন এমন বিকৃত সত্য?
ন মাস ত্রিশলক্ষ প্রাণ দু লক্ষ সম্ভ্রম
এরপরও যুগের সাথে হই সন্দিহান।

কিছু দ্বন্দ্ব কিছু ক্ষমতার লোভ এবং কিছু দাপট
অনেক বড় হত্যা! বিচ্ছিন্ন করেছে!
পিতৃহীন জাতি, ভর করছে ভূয়া ইতিহাসে।

অনেক বছর পেরিয়ে বিচার হয়েছে
পিতৃহত্যার বিচার। আজ বিজয়ী বাংলা
স্বাগত জানাই নতুন ইতিহাসকে।

জাগ্রত বিবেক তুলে দাও ভবিষ্যতের কাছে
সত্য সঠিক সরল ইতিহাস।

- জোবায়দা আক্তার জবা, গোপালগঞ্জ

 

Post a Comment

Previous Post Next Post