মৌলভীবাজারে জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রস্তুতিমূলক প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার ২৪ ডিসেম্বর দূপুরে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর ষ্টেডিয়ামে প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কাবাডি উপ-কমিটির আহবায়ক আজমল হোসেন।

মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), পরিমল চন্দ্র দেব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশনস), মোঃ হুমায়ুন কবীর, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
খেলায় বিভিন্ন স্কুলের বালক-বালিকাদের মধ্যে ২০টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে ৫টি স্কুলের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত। বালক-বালিকাদের মধ্যে ফাইনালে বিজয়ী দুটি দল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করবে।

কাবাডি খেলায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের (বালক ও বালিকা) দল অংশগ্রহন করবে :-
১। শাহ হেলাল উচ্চ বিদ্যালয় ২। আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয় ৩। সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয় ৪। ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ৫। আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ৬। কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ৭। সৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ৮। জাতির জনক বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ৯। নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ১০। দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয়।

Post a Comment

Previous Post Next Post