সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. সাঈদ এনাম


নিউজ ডেস্কঃ স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে ১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৮ নভেম্বর ২০১৯ রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসকদের এ পদোন্নতি দেয়া হয়।

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া অন্যতম ডা. সাঈদ এনাম সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একজন নিয়মিত লেখক হিসেবে সুপরিচিত । স্বাস্থ্য ও জনসচেতনতামূলক তার লেখা দেশের বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকায় নিয়মিত প্রকাশ হয়ে থাকে। 


পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৯ ডিসেম্বরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়।

পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে এ্যানেসথেশিয়া বিভাগে ৬৩জন, ব্লাড ট্রান্সফিউশন ১, কার্ডিয়াক সার্জারী ৩, কার্ডিওলজি ১৬২, ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন ২, এন্ড্রোক্রাইনোলজি ১৬, ইএনটি ৪২, গাইনী এন্ড অবস্ ১৫৪, হেমাটোলজি ১, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ১৩, অফথালমোলজি ৪১, নিউক্লিয়ার মেডিসিন ৫, নিউরোলজি ৩৮, নিউরোসার্জারী ৫, নেফ্রোলজি ২০, মেডিসিন ৯৬, মেডিকেল অনকোলজি ২, হেপাটোলজি ৪, পেডিয়াট্রিক নেফ্রোলজি ২, পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি ১, পেডিয়াট্রিক্স ১৭০, পেডিয়াট্রিক কার্ডিওলজি ২, অর্থোপেডিক সার্জারী ৭৮, অর্থোডন্টিক্স ১৫, সার্জারী ৯৪, চর্ম ও যৌন ৫২ জন।

এছাড়াও রেসপিরেটরি মেডিসিন বিভাগে ১৬, রেডিওলজি এন্ড ইমেজিং ১৯, রেডিয়েশন অনকোলজি ১, সাইকিয়াট্টি ২, প্রস্থোডন্টিক্স ৯, প্লাস্টিক সার্জারী ৪, ফিজিক্যাল মেডিসিন ৪, পেডিয়াট্রিক সার্জারী ১৮, পেডিয়াট্রিক নিউরোলজি ১, ক্লিনিক্যাল প্যাথলজি ৪, বায়োকেমিষ্ট্রি ৯, নিওনেটলজি ৩, গ্যাস্ট্রোএন্টারোলজি ১২, ভাইরোলজি ২, ভাসকুলার সার্জারী ৪, ইউরোলজি ৪২, থোরাসিক সার্জারী ২, চিলড্রেন প্রিভেন্টিব এন্ড কমিউনিটি ডেন্টিষ্ট্রি ২, এনাটমি ৪, ফিজিওলজি ৮, ফার্মাকোলজি ৯, প্যাথলজি ৫, অকুপেশনাল এন্ড এনভারমেন্টাল হেলথ ৫, মাইক্রোবায়োলজি ৩০, ডেন্টাল পাবলিক হেলথ ৬, কমিউনিটি মেডিসিন ৩৮ জনসহ মোট ১৩৩৭ জন চিকিৎসক পদোন্নতি পান।

Post a Comment

Previous Post Next Post