'ভন্ডতা' - তুলোশী চক্রবর্ত্তী


'ভন্ডতা' 

   - তুলোশী চক্রবর্ত্তী

বর্তমানে সত্যের খুব কম আনাগোনা
পৃথিবীর সবদিকেই প্রায়  হিংসার মিথ্যার বীজবোনা
কেউবা গালে লাগিয়ে পাকা দাড়ি, মাথায় বেধে পাগড়ী
গোপনে যিনি নারি নির্যাতনকারি- শিশু পাচারকারি
শতশত মনে প্রকট মিথ্যার বিষ  বপনকারি
নিজেরে বলে আমি সাধুবাবা ব্রহ্মচারী,
কেউবা পত্র পত্রিকায় খবর ছড়ায় আমি সমাজসেবা করি
লোকে কিভাবে জানবে বলুন কার কখন টাকা মারি?
কেউবা হ-য-ব-র-ল কথা বলে
বিনা পরিশ্রমে বহু টাকা রোজগার করে
লোহায় , সোনায় ভেজাল মিশায় কর্মকার, সর্নকার
এমন কতো রয়েছে অসৎ ডাক্তার,রয়েছে ঘুসখোর পুলিশ অফিসার
আছে এমন শিক্ষক ও টিউশন মাস্টার
যারা টাকার লোভে করছে শিক্ষার অপব্যবহার
হয়তো কোনো নেতার  অঢেল টাকা আরো আছে সর্বস্ব
বলে আমি ভিক্ষা করে খাই ,আমি একেবারে নিঃস্ব
এমন লোক ও আছে যারা বলে তুমি চুরি করো
ওদিকে পুলিশকে বলে একে ধরো,
যারা দেখায় এমন দ্বৈত্বনীতি
তাদের কি আছে আবেগ অনুভুতি?
হয়তো কোনো গ্রামে প্রবীন নাগরিক সরকার থেকে ঘর পাবে
মহাজন এসে বলে নগদ ত্রিশ লক্ষ দাও যদি ঘর নিবে
অল্পে সন্তুষ্ট নয়,অনেক থেকেও অভাব শুধু টাকার
এসব লোকের মনের দীনতা, পরিচয় দেয় ভন্ডতার।।

Post a Comment

Previous Post Next Post