কুলাউড়ায় সিপিএ'র রেজিষ্ট্রেশন ও নবায়ন কার্যক্রম শুরু


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার ক্রিকেটারদের প্রাণের সংগঠন কুলাউড়া ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন (সিপিএ)র ২০১৯-২০ মৌসুমকে সামনে রেখে ক্রিকেটারদের রেজিষ্ট্রেশন ও নবায়ন কার্যক্রম শুরু করেছে।
সিপিএ'র আয়োজনে নবীন চন্দ্র সরকারি স্কুল মাঠের ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে ২০ অক্টোবর, রবিবার অস্থায়ী কার্যালয় জব্বার ম্যানশন এর দ্বিতীয় তলায় রেজিষ্ট্রেশন ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন কুলাউড়ার সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রবিউল আউয়াল মিন্টু, যুগ্ন-আহবায়ক মোহাম্মদ কাওছার হোসেইন বাবলু প্রমুখ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটি সুত্র জানা যায় রেজিঃ ও নবায়ন ২০, ২১, ২২, ২৩ অক্টোবর এই চারদিন সকাল ১১ টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলবে। রেজিষ্ট্রশন ফি ২০০/- ও নবায়ন ফি ১০০/- টাকা নির্ধারন করা হয়েছে। সকল খেলোয়াড়েরা নিজে উপস্থিত হয়ে রেজিঃ ও নবায়ন কার্যক্রমে অংশ গ্রহন করতে হবে।  নতুন রেজিঃ করতে ইউনিয়ন/পৌরসভার সার্টিফিকেট অথবা জন্ম সনদ, আইডি কার্ডের ফটোকপি ও ১কপি ছবি সত্যায়িত করে জমা দিতে হবে।

টুর্নামেন্টের জন্য টিম এন্ট্রি ২৮ শে অক্টোবর সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলবে।

এব্যাপারে টুর্নামেন্ট পরিচালনা কমিটি সকলের সহযোগীতা কামনা করেছেন।

Post a Comment

Previous Post Next Post