বিশেষ প্রতিনিধিঃ শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০১৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাছির উল্লাহ খান।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, কবি ও লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুষার কর এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
২০১৯ সালে শিল্পকলা একাডেমির সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রেইনি অব দ্যা ইয়ার বা সেরা প্রশিক্ষণার্থী ২০১৯ পুরস্কার পেয়েছেন সুমাইয়া ইসলাম শোভা এবং প্রশিক্ষণ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন শেখ রিমঝিম দোলা ও মো. কাশআব ইবনে শাহেদ।
এছাড়াও অনুষ্ঠানে ২৭জন শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়। একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও মাশরুরা জামান দিনার সঞ্চালনায় পুরস্কার বিতরণী পর্ব শেষে চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯-এ ঢাকায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক দলের প্রস্তুতকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরিবেশনার মধ্যে ছিল পাঠশালা সিলেটের পরিবেশনায় শিশুতোষ নাটক এবং সংগীত, নৃত্য, আবৃত্তি, ৭ই মার্চের ভাষণ, একক অভিনয়, বিশেষভাবে সক্ষম শিশুর পরিবেশনা ও চিত্রাঙ্কন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাছির উল্লাহ খান।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, কবি ও লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তুষার কর এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।
২০১৯ সালে শিল্পকলা একাডেমির সকল বিভাগের প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রেইনি অব দ্যা ইয়ার বা সেরা প্রশিক্ষণার্থী ২০১৯ পুরস্কার পেয়েছেন সুমাইয়া ইসলাম শোভা এবং প্রশিক্ষণ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতির জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন শেখ রিমঝিম দোলা ও মো. কাশআব ইবনে শাহেদ।
এছাড়াও অনুষ্ঠানে ২৭জন শিক্ষার্থীকে বিভিন্ন বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করায় পুরস্কৃত করা হয়। একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজ ও মাশরুরা জামান দিনার সঞ্চালনায় পুরস্কার বিতরণী পর্ব শেষে চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯-এ ঢাকায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক দলের প্রস্তুতকৃত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরিবেশনার মধ্যে ছিল পাঠশালা সিলেটের পরিবেশনায় শিশুতোষ নাটক এবং সংগীত, নৃত্য, আবৃত্তি, ৭ই মার্চের ভাষণ, একক অভিনয়, বিশেষভাবে সক্ষম শিশুর পরিবেশনা ও চিত্রাঙ্কন।