স্পোর্টস ডেস্ক: দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেলেন লিটন কুমার দাস। জাতীয় দলের এ ওপেনার সাকিব আল হাসানের সঙ্গেই বুধবার সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে ঢাকা ত্যাগ করেন।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিয়ারে প্রথম বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান লিটন।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। ইতিমধ্যে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। গ্রুপ পর্বের শেষ ৩ ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন।
আর এই তিন ম্যাচে একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ উজার করে দেয়ার চেষ্টা করবেন। ঢাকা ত্যাগের আগে এমনটিই বলে গেছেন জাতীয় দলের এ ওপেনার।
জ্যামাইকা তালাওয়াসে লিটন সঙ্গী হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং রভম্যান পাওয়েলের মত তারকা ক্রিকেটারদের।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আর বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
ক্যারিয়ারে প্রথম বিদেশি কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিতে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চান লিটন।
গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় সিপিএল। ইতিমধ্যে লিটনের দল জ্যামাইকা তালাওয়াস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে পড়ে আছে। গ্রুপ পর্বের শেষ ৩ ম্যাচ খেলতে যাচ্ছেন লিটন।
আর এই তিন ম্যাচে একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ উজার করে দেয়ার চেষ্টা করবেন। ঢাকা ত্যাগের আগে এমনটিই বলে গেছেন জাতীয় দলের এ ওপেনার।
জ্যামাইকা তালাওয়াসে লিটন সঙ্গী হিসেবে পাচ্ছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল, আন্দ্রে রাসেল এবং রভম্যান পাওয়েলের মত তারকা ক্রিকেটারদের।