কয়েদীর পেটে পাওয়া গেল মোবাইল ফোন!


অনলাইন ডেস্কঃ কারাগার কর্তৃপক্ষের কাছে খবর ছিল কয়েদীরা কারাগারে মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত। তাই তারা এ বিষয়ে কড়া নজর রাখছিল। এরই মধ্যে এক কয়েদীর পেটে পাওয়া গেল মোবাইল ফোন।

সম্প্রতি ভারতের দিল্লির তিহার কারাগারে ঘটেছে এমন ঘটন্ন। তবে মোবাইল ফোন গিলে ফেলেও শেষ রক্ষা হয়নি ওই কয়েদীর। তাকে বমি করিয়ে মোবাইল ফোনটি বের করতে বাধ্য করা হয়।

জানা গেছে, ওই কারাগারের ৪ নং ঘরের কয়েদী ছিলেন অভিযুক্ত যুবক। মোবাইলটি গিলে ফেলার পর চিকিৎসকরা বমির মাধ্যমে তার শরীর থেকে সেটি বের করেন।

Post a Comment

Previous Post Next Post