জুড়ীতে কোরবানীর হাটে দেশীয় গরুর চাহিদা বেশি

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে কোরবানীর হাট জমে উঠেছে। বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী পশুর হাট কামিনীগঞ্জ বাজার পরিদর্শনে দেখা যায়, পশুর হাটের জন্য নির্ধারিত স্থান পেরিয়ে আশে-পাশের প্রতিটি গলি ও সড়ক পশুতে য়লাব হয়ে গেলেও পশু বিক্রি হচ্ছে কম।

বিক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার গরুর সংখ্যা খুবই বেশি । তবে বিক্রি কম হচ্ছে। ক্রেতাদের সাথে আলাপ করে জানা যায়, এবার হাটে বিদেশী গরুর সংখ্যা কম এবং দেশীয় গরুর সংখ্যা বেশি। কিন্তু বিক্রেতারা অত্যাধিক দাম চাচ্ছেন। কেহ মূল্য কমাতে চাননি। অনেক ক্রেতারা বলেন, আমরা বাজার পরিদর্শন করছি। যেহেতু ঈদের এখনো বাকি আছে সেহেতু সুবিধাজনক মূল্যে পাওয়া গেলে কিনব না হয় পরে কিনব।

বাজার ইজারাদার কর্তৃপক্ষ জানান, এবার বাজারে গরুর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশি। সেই সাথে দেশীয় গরুর সংখ্যা বেশি  এবং দেশীয় গরুর চাহিদাও বেশি।

Post a Comment

Previous Post Next Post