কমলগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রামাণ্যচিত্র প্রদর্শন


কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকীতে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) উপজেলা তথ্য কেন্দ্রে উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

তথ্যসেবা অফিসার স্বর্ণালী সিনহার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী নিশা দেব মৌমি, আমিনা ইসলাম মৌ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় প্রজেক্টর ব্যবহারের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কর্মময় জীবনের প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

Post a Comment

Previous Post Next Post