এপেক্স প্রাথমিক বৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন


স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের (জেলা-৪) ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আলহাজ আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশন ১১তম এপেক্স ক্লাব প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৮ কুলাউড়া কেন্দ্রে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৮জুলাই রবিবার বিকাল ৩টায় বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদের সভাপতিত্বে, ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ এম.এ কাইয়ূম চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স গ্লোবালের অতীত চেয়ারম্যান এপেঃ কেতে হুট (এপেক্স অষ্ট্রেলিয়ার অতীত সভাপতি), জেলা-৪ এর গর্ভনর এপেঃ ইফতেখার হোসেন মনি, সদ্য অতীত জেলা-৪ এর গর্ভনর এপেঃ এড. মাছুম আহমদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ূম চৌধূরী প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ শাহীন আহমদ, এপেঃ ডাঃ হেমন্ত চন্দ পাল, এপেঃ শরীফ আহমদ, এম.এ গণি আদর্শ কলেজের প্রভাষিকা সাবিনা ইয়াছমিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক হারুন-অর-রশীদ ভুঞা প্রমুখ। 


অনুষ্ঠানের ২য় পর্বে একে একে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন

১ম গ্রেড- নুসরাত জাহান নীরা-জুড়ি মডেল একাডেমী, সৃষ্টি রাণী দাস- সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবশ্রী সরকার -আনন্দ বিদ্যাপীঠ, মোহাম্মদ সাঈফ রহমান-ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমী, তানিশা জান্নাত-ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমী, পুষ্পিতা রাণী শর্ম্মা- কুসুমকলি কিন্ডার গার্টেন, ফাতেমা আক্তার পারভীন-লিটল স্টার একাডেমী, মোঃ মোতাহার উদ্দিন-লিটল স্টার একাডেমী।

২য় গ্রেড- নাফিজা আক্তার চৌধুরী- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাতহুরা জামান-বিএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোমান আহমদ ইনসান-লিটল স্টার একাডেমী, তুর্য শর্মা-আনন্দ বিদ্যাপীঠ, মোঃ ফাহিম আশরাফ মাহদি- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনিকা তাবাসসুম মাহি- বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তানহা আজিজ মিহি-মানিকপীর একাডেমী, অভিষেক দেব নাথ অর্ঘ্য- মৈশাজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাফিয়া খাতুন সানি-মানিকপীর একাডেমী, তামিম ইসলাম শুভ- ব্রাহ্মণবাজার চিলড্রেন একাডেমী, মাশরুর ফারহান তাহসিন-রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেহান হোসেন- সী-বার্ড কিন্ডার গার্টেন, মোঃ ইগলুল হাসান মিলয়- সী বার্ড কিন্ডার গার্টেন, সুবর্ণ দেব- আনন্দ বিদ্যাপীঠ।

৩য় গ্রেড- মাইশা ইসলাম সামিয়া-আনন্দ বিদ্যাপীঠ, আশরাফি মনির চৌধুরী- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাদিজা আক্তার শিমলা- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সামাদ আহমদ শাহেল- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাসনিয়া রশীদ প্রীতি- লিটল স্টার একাডেমী, ফারহানা রহমান এলিজা- সি বার্ড কিন্ডার গার্টেন, নিশাত তামান্না- হাশিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিঝুম দত্ত পূজা- সদপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল্লাহ- আনন্দ বিদ্যাপীঠ, আবিদুর রহমান শাফিন- সী-বার্ড কিন্ডার গার্টেন, রাহদী আখইয়ার- এম আর ইন্টারন্যাশনাল একাডেমী, মুনতাহা মাহজাবিন- কুসুমকলি কিন্ডার গার্টেন, মেহরাবুল ইসলাম- জুড়ী মডেল একাডেমী, আকিব হাসান- আল হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজ, সাদিয়া জাহান সামিয়া-মানিকপীর একাডেমী, সুরাইয়া ইসলাম তান্নি- জুড়ি মডেল একাডেমী, মাহজাবিন মিনার মাইশা- বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তৃণা রাণী কৈরী তুলি-অগ্রণী কিন্ডার গার্টেন, সাবাহাত তাবাসসুম- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাতুল চন্দ্র দত্ত- বশিরুল হোসেন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্লাবন দত্ত প্রান্ত- গজভাগ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাহিরা আমরিন- বিএইচ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, তান্নি রাণী মালাকার- সাদাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুনিম মোহাম্মদ আলী- মানিকপীর একাডেমী, নুসরাত জাহান নোহা- রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তানহিদুল ইসলাম রুদ্র- বিএএফ শাহীন কলেজ শমশেরনগর।

উল্লেখ্য হল সুপার এপেঃ সোহেল আহমদ সহ অন্যান হল পর্যবেক্ষকদেরও সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে আপ্যায়ন পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দদের উপস্থিতিতে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদের পৃষ্ঠপোষকতায় একজন পক্ষাঘাতগ্রস্থ দুস্থ ব্যক্তিকে একটি হুইল চেয়ার হস্তান্তর করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় বৃক্ষরোপন কর্মসূচী, স্কুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় ২০টি গাছের চারা। 

অনুষ্ঠানে আরও যারা উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ আব্দুল বাছিত জাহাঙ্গীর, সার্ভিস ডিরেক্টর এপেঃ পান্না চন্দ্র নাথ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ আলতাফ হোসেন সুমেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ এম.এ জলিল, অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ আয়েশা আক্তার, এপেঃ ফয়জুল হক লিটন, এপেঃ মোঃ সালেহ উদ্দিন, এপেঃ মোঃ মাহমুদুর রহমান, এপেঃ মোঃ খালেদ আহমদ, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমাদুল কবির মোঃ জাবের ও এপেঃ ওবায়েদ-উল-ইসলাম রাভি।

Post a Comment

Previous Post Next Post