হিফজুর রহমান তুহিন: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালু সহ জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
কমলগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (১ জুলাই) সকাল ১১টা থেকে পৌরসভার প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি অবস্থান তারা পালন করেন।
এ সময় কমলগঞ্জ পৌরসভার একজন কর্মজীবী জানান, গত সাত আট মাস ধরে তাদের কোনো বেতন দেয়া হচ্ছে না। তারা অনেক কষ্ট করে তাদের সংসার চালাচ্ছেন। এরকম চলতে থাকলে তাদের পরিবার পরিজনদের কে নিয়ে রাস্তায় নামতে হবে।
তিনি আরও বলেন, কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারী আছেন তাদের মধ্যে ৬ জন স্থায়ী নিয়োগ প্রাপ্ত। কিন্তু তাদের মধ্যে কেউই গত সাত, আট মাস যাবত পৌরসভা থেকে কোন বেতন-ভাতা পাচ্ছেন না।
সমাবেশ থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে তারা বলেন, সরকার যেন তাদের এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহন করেন। অবস্থান কর্মসূচি চলাকালিন সময়ে সকল নাগরিক সেবা প্রদান হতে বিরত থাকেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কমলগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কয়ছরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, আনছার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, আফজাল মিয়া, রফিকুল ইসলাম রুহেল প্রমুখ।