সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় শিশুসহ নিহত ৪


অনলাইন ডেস্কঃ সিরিয়ার হোমসপ্রদেশ ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরাইলের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ২১ জন।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, সোমবার রাতে লেবাননের আকাশসীমা থেকে তারা ইসরাইলের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ভূপাতিত ক্ষেপণাস্ত্রের কিছু অংশ সিরিয়ার ভেতরেও পড়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার।

দেশটির সামরিক সূত্র জানিয়েছে, হোমস ও রাজধানী দামেস্কের উপকণ্ঠে সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ওই হামলা চালায়।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়ার একটি সামরিক বিমানঘাঁটির গবেষণা কেন্দ্র লক্ষ্য ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি জঙ্গিবিমান লেবাননের আকাশসীমা থেকে গুলি চালায়।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে এর আগেও বহুবার ইসরাইল সিরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার দাবি, দেশটিতে তৎপর উগ্র সন্ত্রাসীদের পতন ঠেকানোর লক্ষ্যে ইসরাইল এসব হামলা চালায়। শুরু থেকেই ইসরাইল সন্ত্রাসীদের সমর্থন দিয়ে আসছে।

Post a Comment

Previous Post Next Post