কুলাউড়ায় পাশের হার এসএসসিতে ৬৫.৮৫%, দাখিলে ৮৬.২৪%, ভোকেশনালে ৬২.৪৫%


স্টাফ রিপোর্টারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কুলাউড়ায় ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা ও ৪টি ভোকেশনালের ৫৪২৫ জন ছাত্র-ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ৩৭১৯ জন। অকৃতকার্য হয়েছে ১৭০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।
কুলাউড়া উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ৪৪৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯২৪ জন উত্তীর্ন হয়েছে। এর মধ্যে ১৮টি স্কুলের ৯১ জন জিপিএ -৫ পেয়ে এবং উপজেলার মধ্যে একমাত্র লংলা চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলের ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ মোট ১৫ জন উর্ত্তীর্ন হয়ে শতভাগ ফলাফল করে কৃতিত্ব অর্জন করেছে।
এছাড়া উপজেলার ৩৮টি প্রতিষ্টানের মধ্যে উপজেলা পর্যায়ে কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ ১৫ জন জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে। অপরদিকে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ১৪ জন জিপিএ-৫ পেয়ে ২য় হয়েছে। 
উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট পাশের হার ৬৫.৮৫%। এসএসসি পরীক্ষার ৯১ জন জিপিএ-৫ এর মধ্যে কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ১৫, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ১৪, আলী আমজদ বিদ্যালয় ও কলেজ ১১জন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ১০, ভাটেরা স্কুলএন্ড কলেজ ৮ জন, রাউৎগাও উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮জন, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল ৬জন, কর্মধা উচ্চ বিদ্যালয় ৫জন, জালালাবাদ উচ্চ বিদ্যালয় ৩জন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ২জন, নয়াবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ ২জন, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ ১জন, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ ১জন, অগ্রনী উচ্চ বিদ্যালয় ১জন, টিলাগাও এ এন উচ্চ বিদ্যালয় ১জন, মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয় ১জন, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ১জন ও ইউছুব তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় ১জনসহ মোট ১৮ স্কুলের ৯১ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।
 
অপরদিকে দাখিল পরীক্ষার ফলাফলে মোট ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫২ জন উত্তীর্ন হয়েছে। একমাত্র ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসায় ১ জন জিপিএ-৫সহ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ২৮ জন,ভাটেরা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৪২ জন, গিয়াসনগর দাখিল মাদ্রাসা ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬৯ জন ও গৌড়করন দাখিল মাদ্রাসা ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৩৬ জন উর্ত্তীর্ন হয়ে উপজেলার মধ্যে শতভাগ ফলাফল করে কৃতিত্ব অর্জন করেছে। উপজেলায় দাখিল পরীক্ষায় মোট পাশের হার ৮৬.২৪%।

এছাড়া উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফলে মোট ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৩ জন উত্তীর্ন হয়েছে। এর মধ্যে ৪ প্রতিষ্টানের মধ্যে কুলাউড়া নবীনচন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ২ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। উপজেলায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পাশের হার ৬২.৪৫% বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার জানান।

Post a Comment

Previous Post Next Post