মিয়ানমারে বিমান দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি


অনলাইন ডেস্কঃ মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি শোয়েব চৌধুরীকে তদন্ত কমিটির প্রধান করে আজ সকালে এ কমিটি গঠন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ কথা জানান।

বুধবার সন্ধ্যায় মিয়ানমারের ইয়াঙ্গুন বিমান বন্দরে বৈরী আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়ে থেকে ছিটকে পড়ে।এতে বিমানটির পাইলটসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় মোট ৩৩ জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post