পঞ্চম ধাপের উপজেলা নির্বাচন; ১৬ উপজেলায় ভোট ১৮ জুন


অনলাইন ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। যাচাই বাছাই ২৩ মে। প্রার্থীতা প্রত্যাহার ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন। বেশিরভাগ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান। তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষধাপে অল্প কয়েকটি উপজেলায় 
ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।

উল্লেখ্য, দলীয়ভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল বর্জন করেছে। ফলে উপজেলা নির্বাচনে জৌলুস নেই বললেই চলে। গত ১০ মার্চ প্রথমধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপে, ২৪ মার্চ তৃতীয় ধাপে এবং ৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post