কুলাউড়ায় গাছ পড়ে বৈদ্যুতিক তারে আগুন, প্রকৌশলী বললেন ‘সমস্যা নাই’

প্রতীকি ছবি

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকায় সড়কের উপর একটি আকাশমনি গাছ পড়ে বিদ্যুৎ লাইনে আগুন ধরে। গাছ অপসারণে পিডিবি অফিসে বারংবার যোগাযোগ করলে এক পর্যায়ে সহকারী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘সমস্যা নাই, লাইন ঠিক করতে লোক যাবে।’

৬ এপ্রিল শনিবার বিকাল টার দিকে দক্ষিণ জয়পাশা এলাকার ঘাগটিয়া সড়কে ৪টার দিকে গাছ বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। খবর দেয়ার পরও বিদ্যুৎ অফিসের কোন লোক না যাওয়ায় সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে আগুন লেগে যায়।

জানা যায়, শনিবার বিকাল ৪টার দিকে শহরের দক্ষিণ জয়পাশা এলাকার ঘাগটিয়া সড়কে একটি আকাশমনি গাছ বৈদ্যুতিক লাইনের উপর হেলে পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা বিদ্যুৎ অফিসে যোযোগ করে অভিযোগ দেন। অফিস থেকে লোক পাঠানো হবে বলে আশ্বাস দিলেও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানে বিদ্যুৎ শ্রমিক সেখানে পৌঁছায়নি। এক পর্যায়ে সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে গাছের সাথে বৈদ্যুতিক তারের বিকট শব্দে আওয়াজ দিয়ে আগুন ধরে যায়।

আগুনের খবর দিয়ে কুলাউড়া বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের সহকারী প্রকৌশলী রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সমস্যা নাই, লাইন ঠিক করতে লোক যাবে।’

Post a Comment

Previous Post Next Post