গেইলদের ২২ রানে হারিয়ে ফের শীর্ষে চেন্নাই

স্পোর্টস ডেস্কঃ চেন্নাই সুপার কিংস ফের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল। শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে পুরো ওভার খেললেও ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। এদিকে, প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান করে। আর এতে করে গেইলদের কিংস ইলেভেন পাঞ্জাব ২২ রানের হার মেনে নেয়।

১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনার ক্রিস গেইলকে দ্রুতই হারায় পাঞ্জাব। হারভজন সিংয়ের বলে আউট হওয়ার আগে ৫ রান করেন ক্যারিবীয় দানব। দুই বল পরে একই ওভারে মায়াঙ্ক আগারওয়ালও (০) হারভজনের শিকার হয়ে মাঠ ছাড়েন।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে চেন্নাই। আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৪ রান করেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ২৩ বলে অপরাজিত ৩৭ রান করেন ধোনি। ২৬ রান করেন ওপেনার শেন ওয়াটসন। ২১ রান করেন আম্বাতি রাইডু।

চেন্নাই সুপার কিংস: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), আম্বাতি রাইডু, কেদার যাদব, স্টট কুগেলেজিন, রবিন্দ্র জাদেজা, হরভজনসিং, দীপক চাহার ও ইমরান তাহির।

কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, ডেভিড মিলার, সরফরাজ খান, সন্দীপ শর্মা, স্যাম কারান, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), মোহাম্মদ সামি, আন্দ্রে টাই ও মুরগান অশ্বিন।

Post a Comment

Previous Post Next Post