কুলাউড়ায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ-বরকে জরিমানা


কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ে ঠেকানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিউর রহিম জাদিদের নেতৃত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সৌদি প্রবাসী বরকে জেল-জরিমানা করেছেন। জানা যায়, হাজীপুর ইউনিয়নের মাহতাবপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হাসিমপুরের সৌদি প্রবাসী নোমান আলীর (৪০) বিয়ের আয়োজন করা হয় গত বৃহস্পতিবার। এ ঘটনায় বরকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post