কুলাউড়া প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯ এপ্রিল) উদ্বোধনী র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
২৩ এপ্রিল মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে “খাদ্যের কথা ভাবলে পুষ্ঠির কথাও ভাবুন” এই প্রদিপ্রাদ্য বিষয়কে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্ঠি কমিটির সভাপতি মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নুরুল হক।
২৩ এপ্রিল মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে “খাদ্যের কথা ভাবলে পুষ্ঠির কথাও ভাবুন” এই প্রদিপ্রাদ্য বিষয়কে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্ঠি কমিটির সভাপতি মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ আব্দুল আহাদ চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নুরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ মোঃ জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, উপজেলা স্যানেটারী ইন্সেসপেক্টর মোঃ জসিম উদ্দিন ভূইয়া, এনজিও সংস্থা সুচনা এর নিউটেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুষ্ঠি কমিটির সভাপতি মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ, ডাক্তার, নার্স, সিএইচসিপি, এনজিও সংস্থা সূচনা, সূর্যের হাসি ক্লিনিক, বিভিন্ন সামাজিক সংগঠন, কুলাউড়া মুক্ত স্কাউটদলকে নিয়ে শহরে এক র্যালী প্রদক্ষিন করা হয় ।