সফটওয়্যারে আইপিএল নিয়ে জুয়া খেলার সময় আটক ১২


অনলাইন ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ‘BET 365’ সফটওয়্যারের মাধ্যমে ডলার দিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমের ছেলে সাইদুর রহমান (৩৫),আলম মিয়ার ছেলে লিমন (২৫), সন্তোষ রায়ের ছেলে মিথুন (৩১) , মহাদেবপুরের আইয়ুরের ছেলে আনোয়ার হোসেন (২৫), ঘোষপাড়ার শহিদুলের ছেলে সঞ্চয় (২৩), একই গ্রামের আমিনুলের ছেলে আবু নাইব, পুরাতন বন্দরগ্রামের অনিলের ছেলে সুদিপ সুত্রধর (২৫), একই গ্রামের আহম্মদ আলীর ছেলে আবুল হোসেন (৫১) কেশবপুর গ্রামের তিরানু শেখের ছেলে জামিল শেখ (৩০), পান্তা পাড়া গ্রামের অশ্বিনী সরকারের ছেলে কুমার বিশ্বজিত (২৪), দুর্গাপুর গ্রামের মদন চন্দের ছেলে পংকজ কুমার (২২) ও জিতেন্দ্র সাঞার ছেলে অনিক কুমার (৩০) ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটকরা দীর্ঘদিন থেকে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ‘BET 365’সফটওয়্যারের মাধ্যমে ডলার দিয়ে জুয়া খেলে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Post a Comment

Previous Post Next Post