ফেসবুকে সবাই লাইভ করতে পারবেন না !


অনলাইন ডেস্কঃ ‘লাইভ’ ফিচারে পরিবর্তন আনছে ফেসবুক। কি ধরনের ভিডিও এবং কারা লাইভ করতে পারবে সে বিষয়ে ফেসবুক ইতোমধ্যেই নিয়ম-কানুন তৈরির কাজ শুরু করেছে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু'টি মসজিদে হামলার লাইভ ভিডিও এর কারণে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

সম্প্রতি ক্রাইস্টচার্চের দু'টি মসজিদে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন প্রাণ হারান। সেই হামলার দৃশ্য ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিল হামলাকারী। সেই ভিডিও সরিয়ে ফেলার আগে পর্যন্ত কয়েক লাখ ভিউ হয়। এ জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে সমালোচনার মুখে পড়ে ফেসবুক।

ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গ সংবাদমাধ্যমকে জানিয়ে, লাইভে কে আসতে পারবে এবং কে পারবে না - সে বিষয়ে রূপরেখা তৈরির কাজ করছে ফেসবুক।

Post a Comment

Previous Post Next Post