কুলাউড়ায় পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ এর নেতৃত্বে গতকাল বুধবার এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার অপরাধে ১ জনকে আটক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদিউর রহিম জাদিদ ব্রাহ্মনবাজার ইউনিয়নের শ্রীপুর সরকারী পাহাড় ও টিলা থেকে বেআইনীভাবে মাটি কাটার সংবাদ পেয়ে এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ট্রাকসহ শ্রীপুর এলাকার ইমরান হোসেন নামে ১ জনকে আটক করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়া বরমচাল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ইছলাছড়ায় সরকারী খাস ভুমি থেকে অবৈধভাবে গাছ কর্তনের অপরাধে আব্দুল মুকিত ও আব্দুল হাসিম নামে ২ জনকে আটক করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা ভুমি অফিসের কর্মকর্তাসহ কুলাউড়া থানা পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

Post a Comment

Previous Post Next Post